Tuesday, November 19, 2024

ধর্ষণ মামলায় রাজশাহীর রেলওয়ে স্টেশন ম্যানেজার গ্রেফতার

Must read

ধর্ষণের মামলায় রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার মঈন উদ্দিন আজাদকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার আজাদ রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার পদে কর্মরত। নগরীর শিরোইল এলাকায় তার বাড়ি।

বিষয়টি নিশ্চিত করেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ। তিনি জানান, বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হবে। এর আগে ১৮ জানুয়ারি রাতে ধর্ষণের অভিযোগে এক গৃহবধূ (২৫) বাদী হয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন।

অভিযোগে সূত্রে জানা গেছে, ট্রেনে যাতায়াতের পথেই স্টেশন মাস্টার আজাদের সঙ্গে তার পরিচয়। এরপর তাদের মধ্যে ফেসবুক মেসেঞ্জারে কথা হতো। আজাদ তাকে রেলওয়েতে একটি চাকরিও দিতে চেয়ে বলেছিলেন, চাকরির জন্য আট লাখ টাকা লাগবে। তিনি আগাম দুই লাখ টাকাও নিয়েছিলেন।

মামলার এজাহারে ওই নারী বলেছেন, রেলওয়েতে একটি চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক বই দেওয়ার কথা বলে ১৭ জানুয়ারি তাকে বাসায় ডাকেন আজাদ। তিনি সরল বিশ্বাসে গিয়ে দেখেন, বাসায় কেউ নেই। ফাঁকা বাসায় মঈন উদ্দিন আজাদ তাকে ধর্ষণ করে। অনেক চেষ্টা করেও তিনি তার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেননি।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ধর্ষণের পর ওই নারীকে রেল কর্মকর্তা হুমকি দেন, ঘটনাটি কাউকে জানালে তার বড় ধরনের ক্ষতি করা হবে। কিন্তু তিনি পরদিনই থানায় মামলা করেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article