Tuesday, November 19, 2024

মাস্ক না পরে ট্রেনে উঠলে জরিমানা, নয়া নির্দেশ রেলের (পরীক্ষামূলক সংবাদ)

Must read

দেশে কার্যত করোনা সুনামি। এই পরিস্থিতিতে সকলকে মাস্ক পরা বা দুরত্ববিধি মেনে চলার মতো কোভিড (Covid 19) সুরক্ষাবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু, দেশবাসীর একটা বড় অংশেরই করোনায় সুরক্ষাবিধি না মেনে চলার ছবি সামনে এসেছে। এই পরিস্থিতিতে নয়া নির্দেশিকা জারি করল ভারতীয় রেল।

রেল চত্বরে মাস্ক না পরলে এবার গুনতে হবে ৫০০ টাকা জরিমানা। ট্রেন ও রেল স্টেশনে কোনও যাত্রী যদি মাস্ক না পরেন, তাহলে তাঁকে জরিমানা দিতে হবে বলে শনিবার নির্দেশিকা জারি করেছে ভারতীয় রেল। ফেস মাস্ক নিয়ে এই নির্দেশিকা আগামী ছয় মাস কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।অন্যদিকে, যে হারে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে কি ফের বন্ধ হতে পারে ট্রেন পরিষেবা? এ ব্যাপারে রেলওয়ে বোর্ড চেয়ারম্যান ও CEO সুনীত শর্মা জানিয়েছেন, বর্তমানে ৭০ শতাংশ প্যাসেঞ্জার ট্রেন চলছে। এখনও পর্যন্ত কোনও রাজ্যের পক্ষ থেকে ট্রেন বন্ধ রাখার আবেদন জানানো হয়নি। উল্লেখ্য, গতবছর করোনা সংক্রমণের জেরে লকডাউন জারি করা হয় দেশে। এর ফলে গত বছরের ২৩ মার্চ থেকে দীর্ঘ প্রায় নয় মাস ধরে বন্ধ ছিল ট্রেন পরিষেবা। তবে কিছু স্পেশাল ট্রেন চালানো হয়েছিল।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article