জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, ঢাকা থেকে উদ্ধারকারী দল এসে উদ্ধার কাজ শেষ করলে বিকাল আড়াইটায় ট্রেন চলাচল শুরু হয়।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ধীরাশ্রম এলাকায় ট্রেনটি ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, ধীরাশ্রম স্টেশনে পৌঁছানোর আগে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের সামনের দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে ট্রেনটি সেখানে আটকে গিয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সকল রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
তিনি জানান, এ সময় জয়দেবপুর জংশনে ঢাকাগামী চাঁপাই এক্সপ্রেস, ধীরাশ্রম স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনসহ আশপাশের কয়েকটি স্টেশনে বিভিন্ন ট্রেন যাত্রাবিরতি করেছে।
“পরে ঢাকা থেকে উদ্ধারকারী দল গিয়ে ট্রেনটি উদ্ধার করার পর দুপুর আড়াইটার দিকে ওই পথে ট্রেন চলাচল শুরু হয়।”
এ দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান রেজাউল।
জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির এসআই মহাম্মদ শহীদুল্লাহ জানান, দুপুর দেড়টার দিকে উদ্ধারকারী টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে; আড়াইটার দিকে উদ্ধার কাজ সম্পন্ন হয়।