ট্রেনের টিকিট বিক্রি করবে সহজ-কনসোর্টিয়াম

0
428

সম্প্রতি রেলপথ মন্ত্রীর উপস্থিতিতে রেলওয়ে ও সহজের মধ্যে ৫ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এই চুক্তির এখন থেকে ট্রেনের টিকিট বিক্রিয় করবে সহজ-কনসোর্টিয়াম । এই কনসোর্টিয়াম এ সহজের সাথে রয়েছে ভিনসেন কনসালট্যান্সি  (প্রাঃ) লিমিটেড এবং সিনেসিস আইটি লিমিটেড।

রেলভবনে বাংলাদেশ রেলওয়ের ইন্টিগ্রেটেড টিকেটিং সিস্টেম (বিআরআইটিএস) ডিজাইন, ডেভেলপমেন্ট, সাপ্লাই,  ইনস্টল, কমিশন, অপারেট, রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়।  

বাংলাদেশ রেলওয়ের পক্ষে চুক্তিতে সই করেন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী, আর সহজ কনসোর্টিয়াম এর পক্ষে স্বাক্ষর করেন সহজ এর  ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মালিহা এম কাদির।

ভিনসেন কনসালটেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব নাগীর আহমেদ অপূর্ব

এ সময় উপস্থিত ছিলেন রয়েছে ভিনসেন কনসালট্যান্সি  লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর নাগির আহমেদ অপূর্ব  এবং সিনেসিস আইটি লিমিটেড এর জেনারেল ম্যানেজার আমিনুল বারী শুভ্র, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর উল আলম চৌধুরীসহ রেলওয়ে ও সহজের কর্মকর্তারা।

সহজের এমডি মালিহা এম কাদির বলেন, আমাদের স্বপ্ন ছিল রেলে সেবা দেব- টিকিট বিক্রি করবো। আমাদের লাভ কত হবে না হবে, তার চেয়ে বড় বিষয় হচ্ছে রেলের মতো এত বড় একটি প্রতিষ্ঠানে আমরা কাজ করতে পারবো- এটা মাথায় নিয়েই কাজ করেছি। আমরা সফল হয়েছি। সর্বোচ্চ সেবা দিতে চাই আমরা।

সহজ-কনসোর্টিয়াম এর অন্যতম অংশীদার ভিনসেন কনসালট্যান্সি  (প্রাঃ) লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর নাগির আহমেদ অপূর্ব  বলেন, আমরা এই সেবামূলক কার্যক্রমের দায়িত্ব পাওয়ার ব্যাপারে অনেক দিন ধরেই চেষ্টা অব্যাহত রেখেছি । অবশেষে কাজটি করার  দায়িত্ব পেয়ে আনন্দ অনুভব করছি। আমরা বিশ্বাস করি আমাদের যৌথ উদ্যোগ এবং দক্ষতার সম্মিলন সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করবে। আশাকরি ট্রেনযাত্রীরা ভোগান্তি বিহীন ভ্রমণ উপভোগ করবে।

দীর্ঘ ১৫ বছর রেলে একচেটিয়া ট্রেনের টিকিট বিক্রি করে আসছিল কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস)। এখন থেকে চুক্তি অনুযায়ী প্রতিটি টিকিটের জন্য সহজ লিমিটেডকে ২৫ পয়সা সার্ভিস চার্জ দিতে হবে। যেখানে সিএনএসকে দিতে হতো প্রায় তিন টাকা। আগামী ২১ দিনের মধ্যে কাজ বুঝে নেবে সহজ। আগামী ১৮ মাস তারা আগের সার্ভারে (রেলওয়ের নিজস্ব সার্ভার) কাজ চালিয়ে যাবে। এরপর প্রয়োজন হলে টিকেটিং সিস্টেমে পরিবর্তন আনবে এবং নিজস্ব সার্ভারে কাজ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here