ভারতের সঙ্গে বাস ও রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে আলোচনা

0
454

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাস ও রেল যোগাযোগ পুনরায় চালু করার বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে করোনার কারণে স্থগিত যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে আলোচনা করেন মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড পরিস্থিতির উন্নতির কারণে স্বাভাবিক অবস্থায় ফেরত যাওয়ার জন্য উভয় পররাষ্ট্র সচিব জোর দেন। সামনের মাসগুলোতে উচ্চ পর্যায়ের সম্ভাব্য সফর নিয়ে আলোচনার পাশাপাশি ভবিষ্যতে কী কী বিষয়ে আরও বেশি সম্পৃক্ত হওয়া যায় সেটি নিয়ে কথা হয়েছে দুই পক্ষের।

অর্থনৈতিক ও বাণিজ্যিক খাত, সীমান্ত ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ দমন, পানি বণ্টন, কানেক্টিভিটি ও মানুষে মানুষে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করার জন্য একযোগে কাজ করার বিষয়ে জোর দেন তারা।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন অনিষ্পন্ন বিষয় বিশেষ করে তিস্তাসহ অন্যান্য নদীর পানি বণ্টন চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য ভারতে সহযোগিতা চান। এছাড়া রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় সহযোগিতার জন্য ভারতের পররাষ্ট্র সচিবের প্রতি আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here