বঙ্গবন্ধু রেল সেতুর মেশিনারি নিয়ে ৬ষ্ঠ চালান এলো মোংলা বন্দরে

0
191

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলসেতুর মেশিনারি পণ্যের ষষ্ঠ চালান নিয়ে পানামা পতাকাবাহী ‘হোসি ক্রাউন’ নামে একটি বাণিজ্যিক জাহাজ বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে আজ।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে এ পণ্যবাহী জাহাজটি নোঙর করে। আজই বিকালে জাহাজ থেকে পণ্য খালাস শুরু করা হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার সূত্র এ তথ্য জানায়।

বিদেশি জাহাজ ‘থর ফ্রেন্ড’র স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশীপ শিপিংয়ের খুলনাস্থ প্রতিনিধি মাহাবুব আলম বলেন, হাই ফং বন্দর থেকে আসা এই মেশিনারি পণ্য গুলো রাতে খালাস কাজ শুরু হবে। এটি বঙ্গবন্ধু রেল সেতুর ষষ্ঠ চালান। এতে ৮৫ প্যাকেজের ৭৯৩ দশমিক ১১৭ মেট্রিক টন আনুসাঙ্গিক মালামাল রয়েছে।

উল্লেখ্য, সিরাজগঞ্জে চলমান বঙ্গবন্ধু রেল সেতুর মেশিনারি পণ্যের ইতোপূর্বের সবকয়টি চালানই মোংলা বন্দর দিয়ে খালাস হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here