মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। উত্তরা থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ভাড়া হবে ৬০ টাকা। ডিএমটিসিএলের (DMTCL) এমডি বলেন, “এমনিতে গণপরিবহনে পড়ুয়াদের জন্য ‘হাফ ভাড়া’ লাগে। কিন্তু মেট্রো রেলে কোন ‘ হাফ ভাড়া’ থাকছে না। তিনি জানান, সেখানে যে ভাড়া ঠিক করা হয়েছে তা খরচের তুলনায় ৩৩ থেকে ৩৫ শতাংশ কম। যাঁরা ‘স্থায়ী কার্ড’ কিনে যাতায়াত করবেন, তাঁদের জন্য ১০ শতাংশ ছাড় আছে। মেট্রোরেলে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মুক্তিযোদ্ধারা। শারীরিক প্রতিবন্ধীদের জন্যও নিয়ম অনুসারে ছাড় থাকবে। তাই পড়ুয়াদের জন্য আলাদা করে ‘হাফ ভাড়া’ করা হয়নি।
ঢাকা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, উত্তরা এবং আগারগাঁও-এর মধ্যে থাকা সমস্ত স্টেশনের ট্রেন থামানোর জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষামূলক ভাবে ট্রেন চালানোর সময় ওই সমস্ত স্টেশনেও দাঁড়িয়েছে মেট্রোরেল। আধিকারিকরা বলেন, “ এখানের মানুষ এখনও মেট্রো রেলে উঠতে অভ্যস্ত নন। এই তিনমাসে তাদের অভ্যস্ত করা হবে। তারপরেই সব স্টেশনে ট্রেন দাঁড় করানো হবে।” বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, বুধবার খুব সাধারণ একটি অনুষ্ঠান করে মেট্রোর উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, আগামী বছর ডিসেম্বর মাসে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হবে। ২০২৫ সালে মেট্রোট্রেন চলবে কমলাপুর পর্যন্ত । উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে মাত্র ৩৮ মিনিট । সেই সময়ে দিনে প্রায় ৫ লাখ যাত্রী ঢাকা মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন।