ফেব্রুয়ারিতে চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল চালু হচ্ছে কমিউটার ট্রেন

0
193

।। রেলনিউজ24 ডেস্ক ।।
আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন এই ট্রেন চালুর সম্ভাবনা রয়েছে। এ উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘কক্সবাজার রুটে দুই জোড়া আন্তনগর ট্রেন ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করছে। এ দুটি ট্রেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছাড়া আর কোথাও থামছে না। এবার চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এক জোড়া নতুন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রেনটিতে চট্টগ্রাম-কক্সবাজারসহ মাঝখানে সব স্টেশন থেকে যাত্রী ওঠানামা করবে। তবে কবে নাগাদ এ ট্রেন চালু করা হবে, সেই সিদ্ধান্ত এখনও হয়নি।’

তিনি আরও বলেন, ‘নতুন ট্রেনটিতে ১২টি বগি থাকবে। এতে ৭২০ জন যাত্রী আসা-যাওয়া করতে পারবে। ট্রেনটি দিনে দুবার চট্টগ্রাম থেকে কক্সবাজার আসা-যাওয়া করবে।’

দোহাজারী-কক্সবাজার রেল প্রকল্পের পরিচালক মো. সুবক্তগীন বলেন, ‘দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত মোট ৯টি নতুন রেলওয়ে স্টেশন নির্মাণ করা হচ্ছে। এগুলোর কাজ শেষ পর্যায়ে। আগামী ১ ফেব্রুয়ারি থেকেও যদি ট্রেন চালু হয় তাহলে স্টেশনগুলোতে কার্যক্রম চালানো যাবে।’

রেলওয়ে সূত্র জানায়, প্রস্তাবিত কমিউটার ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে ষোলশহর, জানআলী হাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগড়া, হারবাং, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশন থেকে যাত্রী ওঠানামা করাবে। সর্বশেষ ট্রেন গিয়ে থামবে পর্যটন নগরী কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে।

এর আগে, ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে প্রথম বাণিজ্যিক ননস্টপ আন্তনগর ট্রেন চলাচল শুরু করে। সর্বশেষ গত ১০ জানুয়ারি থেকে যুক্ত হয় ‘পর্যটক এক্সপ্রেস’ নামে আরও এক জোড়া নতুন আন্তনগর ট্রেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম বলেন, ‘যাত্রীদের চাহিদার বিষয়টি মাথায় রেখে কক্সবাজার রুটে এবার চট্টগ্রাম থেকে নতুন এক জোড়া কমিউটার ট্রেন চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসা-যাওয়া করবে। মাঝখানে যেসব স্টেশন আছে সেগুলোতে থামবে এবং যাত্রী ওঠানামা করবে।’

ঢাকা-কক্সবাজার রুটে চলাচল করা কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ট্রেনে ঢাকা-কক্সবাজার এসি (স্নিগ্ধা) ভাড়া এক হাজার ৩২৫ টাকা এবং নন-এসি (শোভন চেয়ার) ভাড়া ৬৯৫ টাকা। এ ট্রেনে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ভাড়া (এসি) ৪৭০ টাকা এবং (নন-এসি) ২৫০ টাকা।

এর আগে, গত ১১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারী-কক্সবাজার রেললাইন উদ্বোধন করেন।

কক্সবাজার রেললাইন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইন প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়। ২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারী-রামু-কক্সবাজার পর্যন্ত মিটারগেজ রেলপথ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে চট্টগ্রামের দোহাজারী থেকে রামু পর্যন্ত ৮৮ কিলোমিটার এবং রামু থেকে কক্সবাজার ১২ কিলোমিটার।

সূত্রঃ বাংলা ট্রিবিউন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here