তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল

0
145
মালবাহী বহি উদ্দার

তিন ঘণ্টা বন্ধের পর রাজবাড়ীর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সকাল সোয়া ১০টায় লাইনচ্যুত মালবাহী বগিটি উদ্ধারের পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, সকাল সাড়ে ৭টায় রাজবাড়ীর ২ নম্বর রেলগেট এলাকায় মালবাহী ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে মেইন লাইন ব্লক হয়ে যাওয়ায় রাজবাড়ীর সঙ্গে ঢাকা, দৌলতদিয়া ও খুলনা রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি সকালে রাজবাড়ীর ২ নম্বর রেলগেট এলাকার ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে ঢোকার সময় একটি বগি লাইনচ্যুত হয়। পৌনে ৩ ঘণ্টা কাজ করে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। বর্তমানে রাজবাড়ী থেকে সব রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বগি লাইনচ্যুতের পর থেকে উদ্ধার হওয়া পর্যন্ত এ রুটে শুধু দৌলতদিয়া থেকে পোড়াদহগামী লোকাল শাটল ট্রেনটি চলাচলের শিডিউল ছিল। যে কারণে ওই একটি ট্রেনই শিডিউল বিপর্যয়ের মুখে পড়ে। দুর্ঘটনার পর ট্রেনটিকে পাঁচুরিয়া রেলস্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়। বগি উদ্ধারের পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here