নাটোরে রেলওয়ের পদচারী-সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাতপরিচয় এক শিশুর (১৫) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
মাধনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে রংপুর অভিমুখী রংপুর এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের করে দাঁড়িয়ে ছিল এক শিশু। এ সময় অসাবধানতাবশত স্টেশনের পদচারী-সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে শিশুটি ট্রেন থেকে নিচে পড়ে যায় এবং তাৎক্ষণিক তার মৃত্যু হয়। দুটি লাইনের মাঝে পদচারী-সেতুর পিলারের পাশেই শিশুটির মরদেহ পড়ে ছিল। ট্রেনটি স্টেশনে না থামায় তাৎক্ষণিক ওই শিশু সম্পর্কে কিছুই জানা যায়নি। শিশুটির পরনে গেঞ্জি ও প্যান্ট ছিল।
মাধনগর রেলওয়ে স্টেশনমাস্টার ইমদাদুল হক শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।