Tuesday, November 19, 2024

রেল সেবায় অর্থনৈতিক চাকা ঘুরবে নড়াইলবাসীর

Must read


প্রথমবারের মতো রেল সেবা পেতে যাচ্ছে নড়াইল বাসি।
পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে নড়াইল। শেষ হয়েছে রেলপথ নির্মাণ ও পরীক্ষামূলক চলাচল। এখন শুধু অপেক্ষা উদ্বোধনের। স্থানীয়রা বলছেন, জেলা থেকে ট্রেন চালুর পর মাত্র দুই ঘণ্টায় যাতায়াত করা যাবে ঢাকায়। এতে কৃষিপণ্য পরিবহণের পাশাপাশি ব্যবসা বাণিজ্যে পরিবর্তনের আশা তাদের।

পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেল চলাচল শুরু হয় ২০২৩ সালের অক্টোবরে। তখনও রেলপথ নির্মাণ চলছিল বাকি অংশে। এখন ঢাকা থেকে যশোর পর্যন্ত রেললাইন স্থাপন শেষ।

ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের কাশিয়ানী, নড়াইল, যশোরের সিঙ্গিয়া জংশন হয়ে খুলনা পৌঁছাবে ট্রেন। নড়াইলবাসী বলছেন, মাত্র দুই ঘণ্টায় ঢাকা যাতায়াতের পাশাপাশি সহজে বাজারজাত করা যাবে কৃষিপণ্য।

ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬২ কিলোমিটার রেলপথ নির্মাণে ব্যয় হয়েছে ৩৯ হাজার ৮০ কোটি টাকা। এই পথে প্রথমবারের মতো নড়াইল যুক্ত হওয়ার মাধ্যমে এ অঞ্চলে ব্যবসা বাণিজ্য বিস্তারের পাশাপাশি ও সুযোগ হবে কর্মসংস্থানের।
নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ‘নড়াইল যেহেতু নতুন রেল সংযোগ হতে যাচ্ছে, এতে এখানকার আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে, ঢাকা থেকে রেল চালু হলে খুব বেশী সময় লাগবেনা । এটা ঢাকা থেকে নড়াইল হয়ে খুলনা দিয়ে মংলা চলে যাবে, এখানে মিল কল কারখানা হলে দুদিক দিয়েই সুবিধা হবে। এর মাধ্যমে পজিটিভ পরিবর্তন আসবে।’
নড়াইলের ওপর দিয়ে রেল চলাচলের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষায় জেলাবাসী।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article