রাজধানীর খিলগাঁও পুলিশফাঁড়ির গুলবাগ এলাকায় রেল ক্রসিংয়ের সামনে দেশ রূপান্তরের সংবাদকর্মী এস এম মঞ্জুরুল আলম ফারুক গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গুলবাগ এলাকায় রেলক্রসিংয়ের সামনে রেললাইনের কাজের মালামাল ছিল। মালামালগুলো অরক্ষিত রেখেই চলছিল কাজ। রেলক্রসিং পার হওয়ায় সময় রেললাইনের লোহার পাতের স্লাব এসে পড়ে ফারুকের পায়ে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে আহত অবস্থায় দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে এস এম মঞ্জুরুল আলম ফারুক দেশ রূপান্তরকে বলেন, চারদিন ধরে আমি গুরুতর আহত হয়ে বাসায় আছি। অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারছি না। কবে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারব বলতে পারছি না।
তিনি আরও বলেন, রেল ক্রসিয়ের সামনে কাজ করার সময় কর্তৃপক্ষ কোনও নিরাপত্তা বেষ্টনি দেয়নি। তাদের অবহেলার জন্য এত বড় দুর্ঘটনা ঘটে গেছে। এত বড় একটি ঘটনার দায় কোনওভাবেই এড়াতে পারে না রেলওয়ে কর্তৃপক্ষ।