Saturday, April 19, 2025

ট্রেনের ধাক্কায় তেজগাঁও কলেজের শিক্ষার্থী নিহত

Must read

ফেনীতে ট্রেনের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের আবুবক্কর সড়কের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই তরুণের নাম আবদুল বাসেত রিংকু (২৩)। রিংকু ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার গাজী আবদুল খালেকের ছেলে ও ঢাকার তেজগাঁও কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিংকু শুক্রবার সন্ধ্যায় শহরের আবুবক্কর সড়ক এলাকায় অসতর্কভাবে রেল লাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন ও ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুজ্জামান রুমেল কালবেলাকে জানান, ‘শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইনের পাশ দিয়ে হাঁটার সময় সোনার বাংলা ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে রিংকু নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।’

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article