রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের পাশের রেলগেটে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে।
সোমবার মরদেহ উদ্ধার করে দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে থানা-পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল বিকালের দিকে তেজগাঁও রেল ক্রসিং পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলায় মারা যান এক ব্যক্তি।’
নজরুল ইসলাম আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করতে পারিনি। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রযুক্তি সহায়তায় তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’