সারজিস আলম ৩ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে একটি পোস্টের মাধ্যমে জানান, একতা, দ্রুতযান, পঞ্চগড় এক্সপ্রেস ; এই ৩টা ট্রেন বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেনের রুট অতিক্রম করে। প্রায় ৬৪২ কিমি। উত্তরবঙ্গের প্রায় অর্ধেক মানুষ এই ট্রেনগুলোর উপর নির্ভর করে। কিন্তু অভ্যুত্থানের পর এই ট্রেনগুলোর বগিগুলো লোকাল বগি দিয়ে এক্সচেঞ্জ করা হয়। যা অপ্রত্যাশিত এবং চরম ভোগান্তির সৃষ্টি করেছে বিষয়টি উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেন।
সারজিস আলম এর ফেসবুক থেকে নেয়া পোস্ট হুবহু তুলে ধরা হলো :
একতা, দ্রুতযান, পঞ্চগড় এক্সপ্রেস ; এই ৩টা ট্রেন বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেনের রুট অতিক্রম করে। প্রায় ৬৪২ কিমি। উত্তরবঙ্গের প্রায় অর্ধেক মানুষ এই ট্রেনগুলোর উপর নির্ভর করে। কিন্তু অভ্যুত্থানের পর এই ট্রেনগুলোর বগিগুলো লোকাল বগি দিয়ে এক্সচেঞ্জ করা হয়। যা অপ্রত্যাশিত এবং চরম ভোগান্তির সৃষ্টি করেছে।
তাই আজ রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও রেল সচিব মহোদয়ের কাছে উত্তরবঙ্গের গণমানুষের এই প্রানের দাবি জানানো হয়েছে। খুব দ্রুত এই ভোগান্তির সমাধান হবে ইনশাআল্লাহ।