Thursday, April 17, 2025

১ জানুয়ারি থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধের হুঁশিয়ারি

Must read

সাময়িক বন্ধ থাকা উত্তরা এক্সপ্রেস ট্রেনটি চালুর দাবিতে নাটোরের নলডাঙ্গায় মানববন্ধন করেছে স্থানীয়রা। 

নলডাঙ্গা উন্নয়ন ফোরাম ও পজেটিভ নলডাঙ্গার ব্যানারে বুধবার সকাল সাড়ে ১০টায় নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান উপদেষ্টা ও রেলওয়ের মহাপরিচালকের উদ্দেশে বক্তারা বলেন, ১ জানুয়ারি থেকে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি চালু না হলে উত্তরবঙ্গ থেকে ঢাকার সঙ্গে সকল রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে।

তারা আরও বলেন, আমাদের বীরকুৎসা থেকে নাটোর যাওয়া-আসায় ভাড়া লাগে ৩০ টাকা। কিন্তু উত্তরা ট্রেনটি বন্ধের কারণে সিএনজি অটোরিকশায় খরচ লাগে ১২০ টাকা, যা অনেক বেশি। আমাদের মতো নিম্ন আয়ের মানুষের যাতায়াতের স্বার্থে রেলওয়ে কর্তৃপক্ষের উচিত ট্রেনটি পুনরায় চালু করা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- নলডাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাটোর জেলা সভাপতি অধ্যাপক জিয়াউল হক জিয়া, নলডাঙ্গা বাজার মালিক ব্যবসায়ী-সমিতির সভাপতি নাসির উদ্দিন হক, নলডাঙ্গা স্টেশন মসজিদের ইমাম সমসের আলী, নিরাপদ সড়ক চাই এর নলডাঙ্গা উপজেলা সভাপতি লতিফুর রহমান, সাবেক সেনা সদস্য মুনছুর রহমান, নলডাঙ্গা উন্নয়ন ফোরামের সদস্য রাজ্জাক প্রামাণিক, ছাত্র মহাইমিনুল হক প্রমুখ।

জানা গেছে, ২০২৩ সালে ২২ ডিসেম্বর থেকে পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ এক বছর ধরে ট্রেনটির চলাচল বন্ধ থাকায়-চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। 

রেলওয়ে সূত্র জানায়, উত্তরা এক্সপ্রেস ট্রেনটি ভোর চারটায় পার্বতীপুর থেকে ছেড়ে এসে মাধনগর-নলডাঙ্গা-নাটোর ও আবদুলপুর জংশন হয়ে রাজশাহীতে পৌঁছে। দুপুর পৌনে ১২টায় আবার রাজশাহী থেকে পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে যায়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article