সড়ক পথকে টপকাতে নতুন পরিকল্পনা করছে রেলপথ মন্ত্রণালয়। বিশেষ করে যাত্রী ও পণ্য পরিবহনে সড়ক পথকে টপকাতে চায় রেলপথ। বাংলাদেশ রেলওয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে পরিবেশ দূষণের পরিমাণ কমার পাশাপাশি জ্বালানিও সাশ্রয় হবে বলে পরিকল্পনা কমিশনকে জানিয়েছে রেল মন্ত্রণালয়।
সম্প্রতি পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ ‘গ্রিন রেলওয়ে পরিবহন প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা’ প্রকল্পের ওপর বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটি (এসপিইসি) সভা করে। ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) সোলেমান খান এসপিইসি সভায় সভাপতিত্ব করেন।
প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৯৩ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২৮ কোটি ৩৭ লাখ টাকা এবং বিশ্বব্যাংকের ঋণ হিসেবে ৬৫ কোটি ১৪ লাখ টাকা পাওয়া যাবে। প্রকল্পটির সম্ভাব্য বাস্তবায়ন মেয়াদ আগামী জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ধরা হয়েছে।