Thursday, April 17, 2025

রেলের শীর্ষ পদে রদবদল

Must read

রেলওয়ের শীর্ষ পাঁচটি পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন শাখার উপসচিব উজ্জ্বল কুমার ঘোষ সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়েছে।

প্রজ্ঞাপনে চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজ রেলপথে রূপান্তর প্রকল্পের (চলতি দায়িত্ব) পরিচালক সুবক্তগীনকে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মোহাম্মদ নাজমুল ইসলামকে (চলতি দায়িত্ব) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) পদে বদলি করা হয়েছে।

ভিন্ন এক প্রজ্ঞাপনে বাংলাদেশ রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (চলতি দায়িত্ব) বেলাল হোসেন সরকারকে চট্টগ্রামের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে সৈয়দপুরের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা ডা. আনিছুল হককে রাজশাহীর অতিরিক্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে রাজশাহীর বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা (চলতি দায়িত্ব) ডা. এসএম মারফুল আলমকে চট্টগ্রামের অতিরিক্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article