Thursday, April 17, 2025

ট্রেন থেকে পড়ে প্রাণ গেলো টিকিট সুপারভাইজারের

Must read

ময়মনসিংহে চলন্ত কমিউটার ট্রেন থেকে পড়ে ইমরান হোসেন নামে এক সহকারী টিকিট সুপারভাইজারের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর কেওয়াটখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন বরগুনা জেলার আমতলী উপজেলার টেপুরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি ওই ট্রেনের সহকারী টিকিট সুপারভাইজার ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল ইসলাম বলেন, রোববার জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। বিকেল ৫টার দিকে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী ব্রিজ এলাকা পর্যন্ত আসতেই দরজার কাছে থাকা ট্রেনের সহকারী টিকিট সুপারভাইজার ইমরান পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। এমতাবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ট্রেনের খোলা দরজার দিকে আসার এক পর্যায়ে ট্রেনের ঝাঁকুনিতে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article