Tuesday, April 8, 2025

মেট্রোরেলের সচিবালয় স্টেশনের নাম ‘প্রেসক্লাব স্টেশন’ করার দাবি

Must read

মেট্রোরেলের বাংলাদেশ সচিবালয় স্টেশনের নাম পরিবর্তন করে ‘জাতীয় প্রেসক্লাব স্টেশন’ করার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

সোমবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের ২৫তম দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানটির সদস্যরা এ দাবি জানান। এ ব্যাপারে ক্লাবের ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এতে সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন আইয়ুব ভূঁইয়া। এক বছরের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ বখতিয়ার রানা। সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন সদস্যরা।

এ সময় সদস্যরা পেশাজীবী ও সিনিয়র সাংবাদিকদের দ্রুত সদস্যপদ দেওয়ার আহ্বান জানান। এ ছাড়া সদস্য কল্যাণ তহবিলের এককালীন টাকা ৫ লাখে উন্নীত করা, ডামি নির্বাচনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, গেস্টরুমে সদস্যদের উপস্থিতি ছাড়া বহিরাগতদের সার্ভিস না দেওয়া, রান্নাঘরের পরিবেশ উন্নয়ন, প্রেসক্লাবে একটি পূর্ণাঙ্গ মসজিদ নির্মাণ, অতিরিক্ত সাধারণ সভায় (ইজিএম) নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা, হেলথ কর্নার স্থাপন, অপেশাদার সাংবাদিকদের সদস্যপদ বাতিল, প্রেসক্লাবে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, সিকিউরিটি জোরদার, মিলনায়তন সংস্কার করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে করার দাবি জানান। 

সভা শেষে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাসান হাফিজ সদস্যদের দাবি ও প্রস্তাবগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article