Tuesday, April 8, 2025

রাজশাহীতে ভাঙা রেললাইন দিয়ে চলছে ট্রেন

Must read

রাজশাহীতে ভাঙা রেললাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল করছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রেলওয়ের কর্মীরা এসে ভাঙা রেললাইন মেরামতের কাজ করছেন।


এর আগে গত ৮ ডিসেম্বর একই জায়গায় রেল লাইন ভেঙে ছিল। এক মাসের ব্যাবধানে একই জায়গায় দুই বার ট্রেনের লাইন ভাঙল। যদিও ভাঙা রেললাইনের ওপর দিয়ে ট্রেন চলাচল করছে। 


জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় ট্রেনের লাইন ভাঙা দেখে স্থানীয় এক ব্যক্তি রেলওয়ের কর্মীদের খবর দেন। এরপর কয়েকজন রেলওয়ের কর্মী এসে লাইন মেরামতের কাজ শুরু করেন। এ সময়ের মধ্যে বরেন্দ্র এক্সপ্রেস ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে ভাঙা লাইনের ওপর দিয়ে। 

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী (পথ) আহসান হাবিব বলেন, লাইন দ্রুত মেরামতের জন্য কাজ করছে কর্মীরা। ট্রেন ধীর গতিতে পার হচ্ছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article