Sunday, April 20, 2025

আজ যমুনা রেলসেতুর ওপর পূর্ণগতিতে ট্রেন চলবে

Must read

দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতু যমুনা নদীর ওপর। পূর্ণগতিতে ‘যমুনা সেতু’র ওপর দিয়ে আজ ট্রেন চলবে। একই গতিতে ট্রেন চলবে সোমবার (৬ জানুয়ারি)।

যমুনা সেতুর প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রোববার এবং পরদিন সোমবার (৬ জানুয়ারি) সকালে পরীক্ষামূলকভাবে দুটি ট্রেন সেতুতে চলাচল করবে- একটি ট্রেন পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে, আর অন্যটি পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে।

এর আগে, গত ২৬ নভেম্বর সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে সেতুর ওপর পরীক্ষামূলকভাবে ট্রেন চলে। তখন অবশ্য পূর্ণগতি ব্যবহার করা হয়নি, যা আজ করা হবে।

প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান জানিয়েছেন, দুই দিন এই পরীক্ষামূলক ট্রেন চলাচলের মাধ্যমে সেতুতে ট্রেন চলানোর জন্য কোনো সমস্যা দেখা দেয় কিনা তা মূল্যায়ন করা হবে।

ট্রেন চলা পরিদর্শনে রেলওয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা শেষের দিকে সেতুর উদ্বোধন হতে পারে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article