সেলিমুর রহমান :
গত ৬ জানুয়ারি ২০২৫ তারিখ জনগণের চোখে পড়ে বাংলাদেশ রেলওয়ে সেবা প্রদানের জন্য ব্যবহৃত সরকারি একমাত্র অ্যাপ রেল সেবায় রয়েছে বঙ্গবন্ধুর ছবি।
এ বিষয়টি নিয়ে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে ৫ই আগস্ট থেকে শেখ পরিবারের ছবি, নাম, ভাস্কর্য ও নাম ফলক পর্যন্ত ভেঙ্গে এবং মুছে ফেলা হয়। কিন্তু ৫ মাস পেরিয়ে গেলেও রেলওয়ে সেবা প্রদান মূলক অ্যাপ রেল সেবায় রয়েছে বঙ্গবন্ধুর ছবি। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের ২ দিন না যেতেই রেল সেবা অ্যাপ থেকে সরিয়ে ফেলা হয় বঙ্গবন্ধুর ছবিটি। গত ৫ মাসেও ছবি না সরানোর ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন রেল এর সাধারণ যাত্রীরা।
অনেক যাত্রী জানান, এখনও হাসিনার দোসরা বিভিন্ন মন্ত্রণালয়ে ঘাপটি মেরে বসে আছেন। অতি দ্রুত এদের সনাক্ত করে ব্যবস্থা নেওয়া দরকার।