Monday, April 21, 2025

ট্রেন ছাড়ার পূর্বে চালক জানলেন এক নারী আত্মহত্যা করবেন!

Must read

ট্রেন ছাড়বেন চালক। সেইসময় চালক জানতে পারলেন বাড়ি থেকে অভিমান করে আসা একজন নারী আত্মহত্যা করবেন তারই ছাড়তে যাওয়া ট্রেনে। তখনই চালক সতর্ক হয়ে গেলেন। সতর্কতার জন্যই রেললাইনের পাশে অপেক্ষারত এক নারীকে সন্দেহ করে বসলেন, চালক জানলেন সেই নারীই আত্মহত্যা করতে এসেছেন। ঘটনাটি নীলফামারী জেলার চিলাহাটির। ঘটনা শুক্রবার দুপুরের পরে  তিতুমীর এক্সপ্রেস ছাড়ার আগমুহূর্তে। বিষয়টি ট্রেনের চালক (সহকারী চালক বা এএলএম) সবুজ নিজেই জানিয়েছেন।

শুক্রবার বিকেলে নিজের ফেসবুক হ্যান্ডেলে ঘটনার বিবরণ দিয়ে লিখেছেন, আজ চিলাহাটি স্টেশনে তিতুমীর এক্সপ্রেস ছাড়ার কিছু আগ মূহুর্তে একজন লোক এসে আমাকে বলে ভাই আমি জানতে পারলাম একজন মহিলা বাসা থেকে রাগ করে সুইসাইড করার জন্য স্টেশনে আসছে,আপনি গাড়ি ছাড়ার সময় একটু সামনের দিকে দেখিয়েন।আমি বললাম আচ্ছা ভাই আমি দেখে শুনে গাড়ি ছাড়বো।

এএলএম সবুজ লিখেছেন,  প্লাটফর্ম এর সামনের দিকে একটি মহিলা দাড়িয়ে আছে আমার কেন জানি সন্দেহ হলো, আমি লোকটাকে বললাম ভাই আপনি ঐ মহিলার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকেন। আমার মনে হচ্ছে ঐ মহিলাটই হতে পারে। যা হোক পরে মহিলাটার সাথে আমিও কথা বলে বুঝতে পারলাম উনি বাসা থেকে রাগ করে আসছেন। আমার অনুমানটা মিলেই গেল, কারণ পূর্বের অবিজ্ঞতা তাই। পরে মহিলাটাকে আশেপাশের লোকজনের হাতে ভালোভাবে বুঝিয়ে দিয়ে রাইট টাইমে চিলাহাটি থেকে ছেড়ে আসি।

যে সংবাদটি চালককে দিয়েছিলেন, তাকেও ধন্যবাদ জানিয়ে সহকারী চালক সবুজ বলেন, ভাইটিকে অসংখ্য ধন্যবাদ, যে উনি আমাকে বিষয়টি ট্রেন ছাড়ার পূর্বে জানিয়েছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article