Saturday, April 12, 2025

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় যুবকের কাণ্ড

Must read

জামালপুরের সরিষাবাড়ীতে দাম্পত্য কলহের জেরে সানোয়ার হায়দার নামে এলজিইডি’র এক কার্য সহকারী ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সানোয়ার হায়দার নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি সরিষাবাড়ী উপজেলা এলজিইডি’র বন্যা প্রকল্পের কার্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের সহকর্মীরা জানান, স্ত্রীর সঙ্গে সানোয়ার হায়দারের দাম্পত্য কলহ চলছিল। সপ্তাহখানেক আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এ ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

স্থানীয় সূত্র জানায়, সানোয়ার সকাল সাড়ে ১০টার দিকে রেললাইনের পাশ দিয়ে রাস্তায় হাঁটতেছিলেন। এসময় ট্রেন আসলে হঠাৎ দৌঁড়ে তিনি ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়লে কাটা পড়ে মুহূর্তেই মারা যান।

সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আশীষ চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article