Saturday, April 19, 2025

ট্রেনের মধ্যে হার্ট অ্যাটাকে পরিচালকের মৃত্যু

Must read

দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ ইফতেখারুল আরেফিন। এই নির্মাতা মঙ্গলবার ভোরে ট্রেনে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। তিনি বিনোদন অঙ্গনে আরেফিন রূপম নামেই পরিচিত ছিলেন। তার বয়স হয়েছিল ৫০ বছর। জানা যায়, শ্বশুরবাড়ি ঠাকুরগাঁওয়ে যাওয়ার পথে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ট্রেনের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই তথ্য নিশ্চিত করেছেন ছোট পর্দার পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফিরোজ খান ও এই প্রয়াত পরিচালকের সহকারী ইমরান হাওলাদার।

ফিরোজ খান বলেন, গতকাল আমাদের ইফতেখারুল ভাই মারা গেছেন। তিনি ট্রেনে পরিবার নিয়ে জরুরি কাজে ঠাকুরগাঁও যাচ্ছিলেন। পরিবারের সঙ্গে আমাদের সঙ্গে কথা হয়েছে। তাৎক্ষণিক জানতে পেরেছি তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল।

ইমরান দীর্ঘদিন ধরে ইফতেখারুল আরেফিনের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। তিনি একটি সংবাদমাধ্যমে বলেন, ইফতেখারুল ভাই বেশ কিছুদিন ধরেই হার্ট ও উচ্চ রক্ত চাপের সমস্যায় ভুগছিলেন। প্রেশার প্রায়ই হাই হয়ে যেত। তিনি চিকিৎসাও নিচ্ছিলেন। এর মধ্যে গতকাল ভাইয়ের মৃত্যুর খবর পেলাম। ভাই অনেক ভালো মানুষ ছিলেন। তিনি সব সময় আমাদের সহযোগিতা করতেন।
মঙ্গলবারই এই নির্মাতাকে গ্রামের বাড়ি জয়পুরহাটে দাফন করা হয়েছে বলে জানান ইমরান।

ইফতেখারুল ২০০০ সাল থেকে নিয়মিত নাটক ও বিজ্ঞাপন নির্মাতা হিসেবে কাজ শুরু করেন। ইমরান জানান, পরিচালক হিসেবে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীসহ বহু অভিনয়শিল্পী তার নাটকে অভিনয় করেছেন। ‘আজকের দেবদাস’, ‘রঙ্গিলা বাও’সহ একাধিক নাটক নির্মাণ করেছেন। 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article