Thursday, April 17, 2025

আজ রেল-সড়ক অবরোধের ঘোষণা তিতুমীর শিক্ষার্থীদের

Must read

রাজধানীর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আজ বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত রেল-সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে চলবে শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি। রবিবার (৩রা ফেব্রুয়ারি) রাতে সংবাদ সম্মেলনে এ নতুন কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর আগে গতকাল বিকেলে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি অযৌক্তিক। কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের এ দাবি সরকার মেনে নেবে না। শিক্ষা উপদেষ্টার বক্তব্য পরপরই প্রত্যাখ্যান করেন তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পূর্ব ঘোষিত কর্মসূচিতে গত কয়েকদিন ধরেই উত্তাল কলেজ ক্যাম্পাস। বিশ্ব ইজতেমার কারণে রবিবার সকালে কর্মসূচি শিথিল করলেও বিকেলে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মহাখালী-বনানী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আন্দোলনকারীরা ক্যাম্পাসে ফিরে গেলেও সন্ধ্যার পর বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলী সড়কে অবস্থান নেন তারা। পরে অবস্থান কর্মসূচি তুলে নিয়ে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা। বেশ কয়েকদিন ধরেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়কে রয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, এ আন্দোলন দীর্ঘ ২৮ বছরের। অপরদিকে, সড়ক অবরোধের কারণে মহাখালী এলাকায় ভোগান্তি হচ্ছে জনসাধারণের। এদিকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরণ অনশনে থাকা বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অসুস্থ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article