Thursday, April 17, 2025

ভারত থেকে ২০০ রেল কোচ কিনছে বাংলাদেশ

Must read

মিন্ট পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে রাইটসের প্রধান ব্যবস্থাপনা পরিচালক (সিএমডি) রাহুল মিথাল বলেছেন, ‘চার বছরের বিরতির পর রাইটস আবারও রোলিং স্টক রপ্তানিতে জোর দিচ্ছে। গত অর্থবছরের শেষ ত্রৈমাসিক থেকে আমরা প্রতি ত্রৈমাসিকে একটি করে রপ্তানি অর্ডার পাচ্ছি। এই ধারা অব্যাহত রাখতে আমরা কাজ করে যাচ্ছি।’

বাংলাদেশের জন্য নয়টি ভিন্ন নকশার ২০০টি কোচ সরবরাহ করা হবে। এছাড়াও, মোজাম্বিকে ১০টি ডিজেল লোকোমোটিভ এবং দক্ষিণ আফ্রিকায় কেপ গেজ ডিজেল লোকোমোটিভ সরবরাহের জন্য রাইটস চুক্তি পেয়েছে। মোজাম্বিকের চুক্তির মূল্য ৩০০ কোটি রুপি এবং দক্ষিণ আফ্রিকার চুক্তির মূল্য ৯০ কোটি রুপি।

মিথাল জানান, আগামী বছরের দ্বিতীয়ার্ধ থেকে বাংলাদেশে যাত্রীবাহী কোচ সরবরাহ শুরু হবে। মোজাম্বিকে লোকো সরবরাহ শুরু হবে আগামী বছরের শুরুতে। দক্ষিণ আফ্রিকার রেলওয়ে কর্তৃপক্ষের নকশা অনুমোদন সাপেক্ষে, আগামী অর্থবছর থেকে সেখানেও লোকো সরবরাহ শুরু হতে পারে।

দক্ষিণ আফ্রিকার অর্ডারটি কেপ গেজ নেটওয়ার্কে লোকো ব্যবহারের পরীক্ষামূলক। এই গেজ ব্যবহারকারী অন্যান্য আফ্রিকান দেশ এবং ইন্দোনেশিয়ার বাজারেও রাইটস সম্ভাবনা দেখছে।

রাইটস তাদের পরিদর্শন ব্যবসাও সম্প্রসারণ করছে। শ্রীলঙ্কায় ইতিমধ্যেই একটি পরীক্ষামূলক অর্ডার পেয়েছে তারা।

মিথাল বলেন, ‘বিদ্যমান অর্ডারগুলির বাস্তবায়নের দিকে আমরা মনোযোগ দিচ্ছি। এটি চলতি অর্থবছরের শেষ নাগাদ আমাদের আয় এবং মুনাফার পতন থামাবে এবং আগামী বছর ইতিবাচক বৃদ্ধি দেবে।’

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article