Saturday, April 19, 2025

মেট্রোরেলের চাকরি ছেড়েছেন ২০০ কর্মী

Must read

মেট্রোরেলের শুরু থেকে এখন পর্যন্ত ২০০ জন কর্মী চাকরি ছেড়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

 মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উত্তরায় মেট্রোরেলের ডিপোতে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যদের সঙ্গে এক মতবিনিময়ে সভায় এ কথা জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

মোহাম্মদ আবদুর রউফ বলেন, আমাদের ১৯১৯ জন ম্যানপাওয়ারের একটি অর্গানোগ্রাম তৈরি করা ছিল। আমাদের এখন ম্যানপাওয়ার বাড়াতে হচ্ছে। এটা একটা চলমান প্রক্রিয়া আছে। এটা নিয়ে মন্ত্রণালয়ে একটি কমিটিও হয়েছিল। সার্ভিস রুলসহ অর্গানোগ্রাম এখন ফাইনাল স্টেজে আছে। আমাদের ধারণা এটি ২ হাজার পার করবে। ২ হাজার ৪০০-৫০০ হতে পারে। ফাইনাল না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।

তিনি বলেন, ১৯১৯ জনের মধ্যে এখন অন বোর্ড আছে ১৩৭৯ জন। এর মধ্যে ৭৫১জন আমাদের রেগুলার আর ৬২৮ জন হচ্ছে আউটসোর্সিং এমপ্লয়ি। এখন পর্যন্ত প্রায় চাকরি ছেড়ে গিয়েছে ২০০ জন। গত কয়েক দিনের মধ্যেই গিয়েছে ৫০ জন। এটা আমাদের জন্য একটা ফ্যাক্ট।

আন্ডারগ্রাউন্ড লাইনের বিষয়ে তিনি বলেন, আন্ডারগ্রাউন্ড কাজের জন্য সবার আগে ইউটিলিটিগুলো সরাতে হবে। বিমানবন্দর এলাকায় ইউটিলিটি সরানোর কাজ শেষ। এরপর গুলশান এলাকায় শুরু হবে। এই পুরো রাস্তাই গুরুত্বপূর্ণ। এটি একটির সঙ্গে আরেকটি রিলেটেড। আমি একটি কাজ শেষ করার আগে তো আর আরেকটি কাজ ধরতে পারব না। কাজ চলছে। সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের যেহেতু দক্ষতা আছে এবং তাদের ড্রেসের একটা ভ্যালু আছে। তারা দ্রুত কাজটি করতে পারবেন। এটার জন্য আমরা দফায় দফায় মিটিং করছি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article