ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে ট্রেন চলাচল শুরু করবে নতুন নির্মিত যমুনা রেলসেতু দিয়ে। এরমধ্যে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চালিয়েছে রেলওয়ে। আর এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হবে ১৮ মার্চে।
সেদিন যমুনাপাড়ের অনুষ্ঠানে যোগ দেবে জাইকা প্রধান ও রেলপথ উপদেষ্টা।এই সেতুটি চালু হলে উত্তরের কোটি মানুষের ভোগান্তি কমে যাবে বলে মনে করছে বাংলাদেশ রেলওয়ে।
যমুনা বহুমুখী সেতুর পাশেই রেললাইন। ২০০৮ সালে এই লাইনে ফাটল দেখা দেয়ার পর থেকে ধীর গতিতে সেতু পার হতো সব ট্রেন। সে সময় অন্য প্রান্তের থাকা ট্রেনকে অপেক্ষায় থাকতে হতো অনেকটা সময়।
এতে উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগে যাত্রীদের পোহাতে হতো দীর্ঘ ভোগান্তি। এ ধীরগতি থেকে উত্তর বঙ্গের সাথে ঢাকার রেল সেবাকে গতিশীল করতে যমুনার উপর করা হয়েছে নতুন রেলসেতু।
২০২১ সালের মার্চ মাস থেকে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়ে চলতি বছরের শুরুতেই শেষ হয়। ইতিমধ্যে যমুনার নতুন রেল সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে চলছে ট্রেন।
রেলপথ মন্ত্রণালয় বলছে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে বাণিজ্যিকভাবে সেতু দিয়ে ট্রেন চলবে। তখন উত্তর বঙ্গের সাথে ঢাকার রেলপথ যোগাযোগে সময় লাগবে আগের চেয়ে কম।
৪ দশমিক ৮ কিলোমিটারের সেতুতে ১২০ কিলোমিটার বেগে চলতে পারবে ট্রেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানান, এতে করে উত্তরবঙ্গের সঙ্গে রেল চলাচলে সময় অনেক কমে আসবে।