Sunday, April 20, 2025

ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী, অতঃপর…

Must read

অরক্ষিত রেলক্রসিং দিয়ে পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি আন্তঃনগর ট্রেন ধাক্কা দেয় শফিকের মোটরসাইকেলে। এসময় তিনি ছিটকে পড়ে যান। দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেল। এ ঘটনায় মৃত্যু হয় শফিকের।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী মো. শফিকুল ইসলাম (৩২) শিবপুর উপজেলার খৈনকুট উত্তরপাড়া চেরাগআলী প্রধানের বাড়ির মো. ফাইজুল ইসলামের ছেলে। তিনি পেশায় এসি মেকানিক ছিলেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে তিনি নরসিংদী শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে হাসনাবাদ অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি আন্তঃনগর ট্রেন শফিকের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় তিনি ছিটকে পড়ে যান এবং মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article