অকল্পনীয় সৌভাগ্য! চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত ফসকে রেলের নিচে পড়ে যান এক বৃদ্ধ যাত্রী, কিন্তু পরপর তিনটি বগি অতিক্রম করলেও তিনি অক্ষত থাকেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে রংপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রংপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় মো. রাকায়েত হোসেন (৭২) নামের এক বৃদ্ধ যাত্রী দৌড়ে ওঠার চেষ্টা করেন। এসময় তার হাত ফসকে যায় এবং তিনি ট্রেনের নিচে পড়ে যান।
চোখের সামনে এমন ভয়াবহ দৃশ্য দেখে উপস্থিত যাত্রীরা চিৎকার করে ওঠেন। তবে সবাইকে অবাক করে দিয়ে তিনটি বগি পার হয়ে গেলেও তিনি অলৌকিকভাবে বেঁচে যান। পরে স্টেশনের কর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
স্থানীয়রা বলছেন, এটি সত্যিই একটি বিস্ময়কর ঘটনা। রেলস্টেশনের এক কর্মকর্তা জানান, চলন্ত ট্রেনে ওঠা বিপজ্জনক, তাই যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা।
রংপুর স্টেশন সুপারিন্টেন্ডেন্ট শংকর গাঙ্গুলী জানান, মো. রাকায়েত হোসেন রংপুর সদরের কামারপাড়া এলাকার বাসিন্দা। তিনি অক্ষত ও সুস্থ আছেন।