Saturday, April 19, 2025

ভিসা জটিলতায় এ বছর মেদিনীপুর যাচ্ছে না ওরশ স্পেশাল ট্রেন

Must read

ভিসা জটিলতার কারণে রাজবাড়ী থেকে এ বছর ভারতের মেদিনীপুর যাচ্ছে না ওরশ স্পেশাল ট্রেন। ফলে বাংলাদেশ-ভারতের শত বছরের ঐতিহ্যবাহী এ ট্রেনযাত্রায় আবারও ছেদ পড়ল। ১৯০২ সালে চালু হওয়া এই ওরশযাত্রায় এর আগে ২০২১ ও ২০২২ সালে করোনা মহামারির কারণে বন্ধ ছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর ভারতের মেদিনীপুরে অনুষ্ঠিত ওরশে আঞ্জুমান কাদেরীয়ার বাংলাদেশি মুরিদদের যোগদানের জন্য রাজবাড়ী থেকে একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ২২টি সাধারণ বসার কোচ ও দুটি প্রতিবন্ধীদের জন্য দ্বিতীয় শ্রেণির লাগেজ কোচের সমন্বয়ে মোট ২৪ কোচের ভারতীয় খালি রেক দর্শনা থেকে উন্মুক্ত পথে রাজবাড়ী আনা হয়।

রাজবাড়ী স্টেশনে স্পেশাল ট্রেনটি ওয়াটারিং এবং ক্লিনিংয়ের ব্যবস্থা করার পর গত বছরের ১৪ ফেব্রুয়ারি রাত ১০টায় স্পেশাল ট্রেনটি রাজবাড়ী থেকে ছেড়ে দর্শনা বর্ডার দিয়ে ১৫ ফেব্রুয়ারি গেদে পৌঁছায় এবং ১৬ ফেব্রুয়ারি মেদিনীপুর পৌঁছায়। স্পেশাল ট্রেনটি ১৮ ফেব্রুয়ারি ভারতের সময় রাত ১০টায় মেদিনীপুর থেকে ছেড়ে ভারতের গেদে বর্ডার দিয়ে দর্শনা হয়ে গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে রাজবাড়ী ফিরে আসে। সে বছর রাজবাড়ী স্টেশন থেকে ২২৫৭ জন ওরশযাত্রী ট্রেনে মেদিনীপুর যান।

রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়া সূত্র জানায়, পশ্চিমবঙ্গের মেদিনীপুরে হজরত মুহাম্মদ (সা.)-এর ৩২তম ও বড় পীর গাউসুল আযম হজরত আব্দুল কাদের জিলানী (রহ.)-এর ১৯তম অধস্তন বংশধর আলী আব্দুল কাদের সামশুল কাদের হজরত সৈয়দ শাহ মোর্শেদ আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী (রহ.) মশহুর নাম ‘মওলাপাক’ -এর ১২৪তম বার্ষিক পবিত্র ওরশ আগামী ১৭ ফেব্রুয়ারি দিনগত রাতে মেদিনীপুর জোড়া মসজিদে অনুষ্ঠিত হবে

রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়া সূত্র আরও জানায়, বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এ স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছেন। এর মধ্যে দেশ ভাগ হয়ে গেলেও ঐতিহ্য রক্ষায় দুই দেশের রেল কর্তৃপক্ষ এ সেবা চালু রেখেছেন। তবে করোনা মহামারির কারণে ২০২১ ও ২০২২ সালে ওরস স্পেশাল ট্রেনটি বন্ধ ছিল। এ বছর ভিসা জটিলতায় আবারও বন্ধ থাকল।

রাজবাড়ী রেলওয়ের স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে ১২৪তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর বাংলাদেশ এবং ভারত সরকারের রেলওয়ে বিভাগের ব্যবস্থাপনায় রাজবাড়ী থেকে ২৪টি বগির একটি বিশেষ ট্রেন বরাদ্দ করা হয়। কিন্তু এবার ভিসা জটিলতার কারণে ট্রেন ছেড়ে যায়নি।

তবে মেদিনীপুরের সঙ্গে মিল রেখে রাজবাড়ী খানকা শরীফ (বড় মসজিদ) ১২৪তম এই বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। এবার ওরশে ১০ হাজার বেশি  লোকের সমাগম হতে পারে বলে জানা গেছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article