Friday, April 4, 2025

স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ হারিয়ে যাওয়া সামগ্রী উদ্ধারে সিদ্ধহস্ত

Must read

সেলিমুর রহমান
চাঁপাইনবাবগঞ্জের লোকাল ট্রেনে এক যাত্রীর হারিয়ে যাওয়া স্বর্ণের বালা উদ্ধার করে দিয়েছেন স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ। শনিবার সকালে হারানোর পর ওই বালাটি বিকালে উদ্ধার করে যাত্রীর হাতে তুলে দেন। এ ঘটনার পর প্রশংসায় ভাসছেন চাঁপাইনবাবগঞ্জের স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ।
জয়নব খাতুন বলেন, ‘ছয় আনা স্বর্ণ দিয়ে বানানো ওই বালাটি। যখন খেয়াল করলাম হাতে বালা নেই, তখন যেন আকাশ থেকে পড়লাম। ওবায়দুল্লাহ ভাইয়ের কাছে কীভাবে যে কৃতজ্ঞতা প্রকাশ করব তার ভাষা আমার নেই। তবে এমন সৎ মানুষকে নিয়ে আমরা গর্ব করতে পারি।’
জানা যায় এর আগেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীর আহমেদ ল্যাপটপ উদ্ধার করে দিয়েছেন। বনলতা এক্সপ্রেসে এসেছিলো তানভীর। ভুলে ল্যাপটপ রেখে ট্রেন থেকে চলে যায়।


পরে আর এন বি, লেবার সর্দার, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের সহযোগিতা নিয়ে উদ্ধার করে যাত্রীর হাতে তুলে দেন ওবায়দুল্লাহ।
এছাড়াও দুই মাস পূর্বে ওয়েডিং ফটোগ্রাফির ক্যামেরাসহ ব্যাগ উদ্ধার করেন পাবনা ঢালারচর এক্সপ্রেস থেকে। জানা যায়, ওইদিন ছিলো শুক্রবার। ক্যামেরা উদ্ধার করতে গিয়ে স্টেশন মাস্টার জুমার নামাজ মিস করেছে।


স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ রেল নিউজকে বলেন, যাত্রীদের সেবা দিতে পারলে আমি আনন্দিত হই। যাত্রী একটা কিছু হারিয়ে ফেলেছে, শুনলে মনে হয় আমি কিছু হারিয়ে ফেলেছি। আমার নিজের সামগ্রী মনে করে চেষ্টা করি সর্বোচ্চ সহযোগিতার।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article