গাজীপুর, ১৬ ফেব্রুয়ারি: ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ৭৭১ নং রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ ১৬ ফেব্রুয়ারি, রবিবার, সকাল ১১:৩০ মিনিটে গাজীপুরের মৌচাক-হাইটেক এলাকায় (রেলওয়ের কিলোমিটার নং ৩৫৮/১) এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধা রেললাইন পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির ট্রেনটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার মাথা, হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। আমরা তদন্ত করছি এবং মরদেহের পরিচয় নিশ্চিতের চেষ্টা চালাচ্ছি। সাধারণ মানুষের উচিত রেললাইন পারাপারের সময় আরও সতর্ক থাকা, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
স্থানীয়রা জানান, মৌচাক-হাইটেক এলাকায় প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির ট্রেন ও অসতর্ক পথচারীদের কারণে এ ধরনের মর্মান্তিক ঘটনা নিয়মিত ঘটছে।