নোয়াপাড়া, সিলেট: অবশেষে ধরা পড়লো পারাবত এক্সপ্রেসে যাত্রীদের মোবাইল চুরি করা একটি চক্রের সদস্য। আজ (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩২ মিনিটের দিকে ৭০৯ নম্বর সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি নোয়াপাড়া স্টেশন ছাড়ার সময় মো. রাকিব হোসেন নামে এক ব্যক্তি এক যাত্রীর মোবাইল চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে।
স্থানীয়রা জানান, ট্রেন ছাড়ার মুহূর্তে রাকিব হোসেন এক যাত্রীর মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা করেন। তবে স্টেশনে উপস্থিত কয়েকজন লোক বিষয়টি দেখে ফেলেন এবং দ্রুত তাকে ধরে ফেলেন। এরপর স্টেশনে থাকা অন্যরাও তাকে ঘেরাও করে পুলিশের হাতে তুলে দেন।
তার সঙ্গে একটি ধারালো চাকুও পাওয়া গেছে, যা সে ছিনতাইয়ের কাজে ব্যবহার করত বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্যমতে, সে দীর্ঘদিন ধরে ট্রেনে যাত্রীদের কাছ থেকে মোবাইল ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করছিল।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পুরো চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চালানো হবে।