Friday, April 4, 2025

আখাউড়ায় মালবাহী ট্রেন থেকে ৫৭ কেজি গাঁজা জব্দ

Must read

Copied from: https://rtvonline.com/

পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ৫৭ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম। 

এর আগে, সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে মালবাহী কনটেইনার ট্রেনের ইঞ্জিনের পিছনের দুইটি লোডেড ওয়াগন নং- ৯৪০২৯, ৯৪০৩২ বগির নিচে বিশেষ কৌশলে রাখা প্লাস্টিকের ৪টি বস্তায় লুকানো অবস্থায় ৫৭ কেজি গাজা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, আমাদের কাছে তথ্য ছিল ট্রেন দিয়ে মাদক যাচ্ছিল। তখন আমাদের একটি টিম স্টেশনে অভিযান পরিচালনা করে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা বগির নীচে পলিথিনে মোড়ানো অবস্থায় প্লাস্টিকের ৪টি বস্তায় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। বিষয়টি তদন্ত পর্যায়ে রয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article