দিনাজপুরের পার্বতীপুরে রেল লাইনের পাশ থেকে ভরত চন্দ্র রায় (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার হাত বাঁধা ও মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলার পার্বতীপুর-ফুলবাড়ী রেলওয়ে পথের হলিদবাড়ী রেলগেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ভরত চন্দ্র উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালিকাপুর কুমারপাড়া গ্রামের মৃত সন্তোষ চন্দ্র রায়ের ছেলে। তার দুই হাত প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা ছিল। তিনি চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ধারনা করা হচ্ছে, তাকে হাত বেধে রেলওয়ে লাইনের ওপর ফেলে রাখা হয়েছিল। পরে রাতের কোনো এক সময় ট্রেন তার উপর দিয়ে চলে যাওয়ায় মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ভরত চন্দ্র পার্বতীপুর রেলওয়ের খালাসি পদে চুক্তি ভিত্তিক নিযুক্ত ছিলেন। সোমবার সকাল ১১টার পর তিনি বাড়ি থেকে বের হয়ে আসেন। সন্ধ্যার পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ ছিল। মঙ্গলবার সকাল ৮টার দিকে পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী রেলওয়ে গেট সংলগ্ন রেলঘুন্টি এলাকায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মাথা বিচ্ছিন্ন ও হাতে প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ দুপুরের দিকে নিহতের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।