রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে অর্থ হিসাব বিভাগে শ্রমিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। একইসঙ্গে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এক অফিস কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে উঠেছে।
বৃহস্পতিবার (২০ ফ্রেব্রুয়ারি) বিকাল ৪টায় রেলওয়ে ডিএফএ কারখানা শাখা পাহাড়তলী অর্থ ও ব্যয় হিসাবশাখায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন—পাহাড়তলী কারখানার খালাসি ইনামুল হক মানিক, খালাসি আরিফ ও কারখানার অস্থায়ী খালাসি আরজু।
জানা গেছে, ২১ ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে শ্রমিক দলের নাম ভাঙিয়ে রেলের তিন কর্মচারী ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন দপ্তরের হিসাবরক্ষক মাসুদুর রহমানের কাছে। চাঁদা দেওয়ার দলীয় কোনো নির্দেশনা নেই জানিয়ে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে রেল কর্মচারীরা তাকে লাঞ্ছিত করেন। পরে বাধ্য হয়ে তিন হাজার টাকা দিয়ে রফাদফা করা হয়।
এ বিষয়ে হিসাবরক্ষক মাসুদুর রহমান বলেন, ‘২১ ফেব্রুয়ারি উপলক্ষে তারা ১০ হাজার চাঁদা চায়। টাকা দিতে না চাইলে তারা আমার ওপর চড়াও হয়। পরে বাধ্য হয়ে তিন হাজার টাকা দিতে হয় তাদের।’
চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেন ইনামুল হক মানিক। তবে কি ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি মন্তব্য করেননি।
এদিকে চট্টগ্রাম রেল শ্রমিক দল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২১ ফেব্রুয়ারি পালন উপলক্ষে চাঁদা আদায়ের কোনো নির্দেশনা দল থেকে দেওয়া হয়নি।
হিসাব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা রেলওয়ের অর্থ ও হিসাব বিভাগের প্রধান অধিকর্তাকে ঘটনাটি জানিয়েছে।