Thursday, April 17, 2025

তেজগাঁও রেলস্টেশনে মিলল ৫ সাউন্ড গ্রেনেড, ফেলে গেল কারা

Must read

ঢাকা: রাজধানীর তেজগাঁও রেলস্টেশন থেকে পাঁচটি পরিত্যক্ত সাউন্ড গ্রেনেড পেয়েছে পুলিশ। কে বা কারা এসব অ-প্রাণঘাতী বিস্ফোরক যন্ত্র সেখানে ফেলে গেছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।তবে, অপরাধীদের খোঁজ করছে তেজগাঁও থানা।

পুলিশ জানিয়েছে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও রেলওয়ে পুলিশ সাউন্ড গ্রেনেডগুলো উদ্ধার করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এ বিষয়ে তদন্ত করা হবে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রেলস্টেশনে পরিত্যক্ত পাঁচটি সাউন্ড গ্রেনেড পড়েছিল একটি ব্যাগে। সেখানকার কর্তৃপক্ষ পুলিশকে ফোন দেয়। খবর পেয়ে ডিবি, রেলওয়ে পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেডগুলো উদ্ধার করে।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, কে বা কারা এই সাউন্ড গ্রেনেড গুলো স্টেশনে রেখে গেছে তা জানা যায়নি। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি এবং বিচার বিশ্লেষণ করে তদন্ত করছি। অপরাধীদের খোঁজা হচ্ছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article