Tuesday, April 8, 2025

টিকিট দুর্নীতি, স্টেশন মাস্টার শফিকুলকে বদলি

Must read

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেল স্টেশনের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি রেলওয়ে বিভাগীয় অফিসার মো. খায়রুল করিম স্বাক্ষরিত এক চিঠিতে জানা যায়, শফিকুল ইসলামকে সিলেট মোগলাবাজার স্টেশনে বদলি করা হয়েছে।
 
অভিযোগ রয়েছে, বরমচাল স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ছাড়াও নিয়মনীতি লঙ্ঘন করে পয়েন্টস ম্যান দিয়ে স্টেশন পরিচালনা করছিলেন। এর আগে স্থানীয় এলাকার লোকজন বিভাগীয় পরিবহন কর্মকর্তা বরাবর শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে যাত্রী হয়রানি, দায়িত্বে অবহেলা ও টিকিট দুর্নীতির অভিযোগ করেন।
 
সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম কাজল দীর্ঘ ১৮ বছর ধরে বরমচাল রেল স্টেশনে কর্মরত ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা অনিয়মের বিষয়ে তদন্ত করা হয় এবং কর্তৃপক্ষ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। 

এ বিষয়ে রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্টেশনের দায়িত্বশীল পদে থেকে নিয়ম লঙ্ঘন করলে তা রেলওয়ের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে পারে। তাই শৃঙ্খলা বজায় রাখতে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধ করতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম কাজল বলেন, আমার দায়িত্বকালে যাত্রীদের সঠিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করেছি। স্টেশনে লোকবল সংকট থাকায় পয়েন্টস ম্যান দিয়ে স্টেশন পরিচালনা হতো সেটি সত্য। আমার বদলিটা স্বাভাবিক নিয়মে হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article