Tuesday, April 8, 2025

পঞ্চগড় ও জগন্নাথগঞ্জ যেতে ট্রেনের টিকিট খুঁজতে হবে যে নামে

Must read

বাংলাদেশ রেলওয়ের দুই অঞ্চলের ৩টি স্টেশনের নাম ও কোড পরিবর্তনের নির্দেশনা এসেছে আরও কয়েকদিন আগে। এরমধ্যে এখন থেকে ২টি স্টেশনের নাম ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে পরিবর্তন করা হয়েছে। ফলে আগের নামে ওই স্টেশন খুঁজে পাবেন না টিকিট প্রত্যাশীরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের অনলাইনে টিকিটি বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন-জেভির দায়িত্বশীল একটি সূত্ বিষয়টি নিশ্চিত করেছে। 

সূত্র জানিয়েছে, স্টেশনগুলোর নতুন নাম ২৬ ফেব্রুয়ারি থেকে অনলাইনে প্রদর্শিত হচ্ছে।

ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে প্রধান নোটিশে জানানো হয়েছে, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের দুইটি স্টেশন যথাক্রমে অ্যাডভোকেট মতিউর রহমান এবং বী.মু.সি.ই. এর নাম পরিবর্তন হয়েছে। তাই আপনাকে অ্যাডভোকেট মতিউর রহমানের পরিবর্তে জগন্নাথগঞ্জ বাজার এবং বী.মু.সি.ই. এর পরিবর্তে পঞ্চগড় দিয়ে ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে টিকিট ক্রয়ের জন্য অনুসন্ধান করার অনুরোধ করা হলো

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article