Tuesday, April 8, 2025

আবুল হোটেল-মালিবাগ রেলগেট ক্রসিংয়ে একমুখী যান চলাচলের বিশেষ নির্দেশনা

Must read

ঢাকা মহানগরীর রামপুরা এলাকায় আবুল হোটেল ও মদিনা হোটেল ক্রসিং, মালিবাগ রেলগেট ক্রসিং ও খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এলাকায় প্রতিদিন সকাল ও বিকালে যানজটের সৃষ্টি হয়। তাই যানজট নিরসনে রামপুরা আবুল হোটেল ক্রসিং, মদিনা হোটেল ক্রসিং, খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিংগুলোতে টানা ৯ দিন (২৮ ফেব্রুয়ারি হতে ৮ মার্চ পর্যন্ত) একমুখী যান চলাচলের বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসনে জনভোগান্তি কমানোর স্বার্থে এ সড়কে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত একমুখী যান চলাচলের সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।

আবুল হোটেল ক্রসিং থেকে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত রাস্তায় যানবাহন আবুল হোটেল ক্রসিং থেকে উভয় লেনে প্রবেশ করে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত শুধু পূর্ব দিকে যাবে।

এই সিদ্ধান্তের প্রেক্ষিতে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, খিলগাঁও ফ্লাইওভার থেকে যানবাহনগুলো খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং থেকে ডানে টার্ন করার পরিবর্তে পশ্চিমে গিয়ে মালিবাগ রেলগেট ক্রসিং থেকে ডানে টার্ন করে রামপুরা ব্রিজের দিকে যাবে। আবার খিলগাঁও ও তালতলা থেকে আবুল হোটেলগামী যানবাহনগুলো মদিনা হোটেল ক্রসিং থেকে ডানে টার্ন করার পরিবর্তে দক্ষিণে গিয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিংয়ে এসে ডানে টার্ন করে মালিবাগ রেলগেট হয়ে রামপুরা ব্রিজের দিকে বা মৌচাকের দিকে যাতায়াত করবে।

এমতাবস্থায় আবুল হোটেল ক্রসিং, মদিনা হোটেল ক্রসিং, খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এবং মালিবাগ রেলগেট ক্রসিং কেন্দ্রিক যানবাহন চালকদের (সংযুক্ত স্কেচম্যাপ অনুযায়ী) উল্লেখিত নির্দেশনা মেনে চলতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তি

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article