Tuesday, April 8, 2025

ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

Must read

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে মো. হৃদয় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত হৃদয় কক্সবাজারের মো. ইলিয়াসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সৈকত এক্সপ্রেস গোমদণ্ডী স্টেশন পার হচ্ছিল। এ সময় বুড়িপুকুর পাড় এলাকায় পৌঁছালে এক যুবক ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। ছাদে আরও কয়েকজন যুবক ছিল।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন জানান, গুরুতর আহত যুবকের বাঁ পায়ের পাতা আঙুলসহ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ডান পা ও মাথায়ও আঘাত পেয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন জানান, সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article