ঢাকা-চট্টগ্রামী রেলপথের ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে আটকে পড়েছিলেন শত শত যাত্রী। দীর্ঘ আড়াই ঘন্টা অপেক্ষার পর রোববার (৯ মার্চ) রাত সাড়ে তিনটায় চট্টগ্রামগামী আরেক ট্রেন তূর্ণা নিশিতায় ঠাসাঠাসি করে উঠেন আটকে পড়া যাত্রীরা।
লাইনচ্যুত মহানগর এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পার্কিং লাইনে দাঁড়িয়ে আছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকিল জাহান জানান, ডাউন এবং আপলাইনের চলাচল স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যে মহানগর এক্সপ্রেসের আটকে পড়া যাত্রীরা তূর্ণা নিশিতায় তাদের গন্তব্যে রওনা হয়েছেন। ভোরে রিলিফ ট্রেন আসলে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়া হবে।
উল্লেখ্য, শনিবার (৯ মার্চ) রাত ১১ টা ৪৯ মিনিটে চট্টগ্রাম অভিমুখী ৭২২ মহানগর এক্সপ্রেসটি ডাউন লাইন দিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আসে। এসময় ১ নম্বর প্লাট ফর্মের প্রবেশ মুহুর্তেই ট্রেনের ঝ বগির ট্রলি ডিসপ্লেস হয়ে মধ্যভাগের দুটি চাকা লাইন থেকে সড়ে গিয়ে লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের যাত্রীরা ব্রাহ্মণবাড়িয়া আটকা পড়েন।