Sunday, April 20, 2025

খুলনা রেলওয়ে জেলা ডিবি কর্তৃক – খুলনা বেনাপোল বেতনা কমিউটার ট্রেন হতে আমদানি বিদেশী মদ ও শাড়ি উদ্ধার।

Must read

স্টাফ রিপোর্টার :
গত ৮ মার্চ ২০২৫ তারিখ ১১ ঘটিকার সময় খুলনা রেলওয়ে জেলা ডিবি খুলনা বেনাপোল বেতনা কমিউটার ট্রেন হতে আমদানি নিষিদ্ধ চার বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ ও শাড়ি উদ্ধার করেন।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা এস আই প্রকাশ চন্দ্র সরকার, এএসআই (নিরস্ত্র) মো: আরিফুর রহমান, কনস্টেবল, মোঃ মনিরুজ্জামান, মো:শামীম, মোঃ রতন মল্লিক গণ বেতনা ট্রেনের মধ্যে প্রণব কুমার সরকার (৫০) পিতা:মৃত সুরেন্দ্র নাথ সরকার, গ্রাম :ঢাকুরিয়া, থানা: গয়া ঘাটা পশ্চিম বেঙ্গল, ভারত এর কাছে থাকা কালো ট্রাভেল ব্যাগ এর ভিতর থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ চার বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ ও চারটি কাতান শাড়ি এবং নয়টি বিভিন্ন রং এর পশমি শাল উদ্ধার করেন। যাহার মূল্য শাড়ি আনুমানিক ১২০০০ হাজার টাকা ও শাল এর আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article