Monday, April 21, 2025

দাবি পূরণের আশ্বাসে রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার

Must read

আগামী ২৩ মার্চের মধ্যে দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা। আজ সোমবার দুপুরে ওই ঘোষণা দেন তাঁরা। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সঙ্গে রেল ভবনে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের বেতন ভাতা ৩-৪ মাস বন্ধ আছে। পাওনা বেতন ভাতার দাবিতে আজ থেকে তাঁরা কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন।  

রেলপথ মন্ত্রণালয়ের সচিব জানান, তাঁদের বেতন ভাতা দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের বাজেট পাওয়া গেছে। তবে পদ্ধতিগত কারণে কিছু দেরি হচ্ছে। যাত্রীদের জিম্মি করে কোনো ধরনের কর্মসূচি গ্রহণযোগ্য নয়।

এ ছাড়া শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়, যেন তাঁরা প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পান। সচিব শ্রমিকদের এ দাবি মেনে নেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article