মাদারীপুরের শিবচরে ট্রেনে কাটা পড়ে রফিকুল ইসলাম নামে ৪০ বছর বয়সী এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার মাদবরেরচর ইউনিয়নের মোল্লার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল একই এলাকার খোরশেদ আলমের ছেলে। তিনি ভাঙারি ব্যবসা করতেন।
ভাঙ্গা রেলওয়ে থানার এসআই মো.খায়রুজ্জামান শিকদার বলেন, সন্ধ্যায় মোল্লার বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে রফিকুলের হাত-পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে তার লাশটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।