Monday, April 21, 2025

রমযান মাসেও পঁচাবাসি খাবার বিক্রি করে মোহনগঞ্জএক্সপ্রেস ট্রেনের নুর ট্রেডার্স

Must read


নিজস্ব প্রতিবেদক :
পবিত্র রমযান মাসেও ঢাকা ময়মনসিংহ রুটে চলাচল করা ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে পচাবাঁসি খাবার বিক্রির অভিযোগ উঠেছে নুর ট্রেডার্স নামের ক্যাটারিং সার্ভিসের বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ মার্চ) ভুক্তভোগী যাত্রী রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা বরাবর এ বিষয়ে অভিযোগ করেছেন।
ভুক্তভোগী যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার (১৭ মার্চ) রাত ১১টা মোহনগঞ্জ থেকে ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ট্রেনে ঢাকা আসছিলেন। এসময় তিনি সেহেরির জন্য ট্রেনে নুর ক্যাটারিং সার্ভিস থেকে ১৮০ টাকায় ভাত, ডাল,আলু ভর্তা ও মুরগী পিসের একটি খাবারের প্যাকেট কিনেন। এসময় খাওয়ায় জন্য প্যাকেট খুললেই উৎকট গন্ধ নাকে আসে। পরে তিনি দেখেন প্যাকেটে আলু ভর্তা, ডাল পঁচাবাসি। এছাড়া ভাতের পরিমাণও ছিল অল্প। পরে তিনি খাবার না খেয়ে ফেলে দেন। এ নিয়ে একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে। পরে তিনি বিষয়টি ট্রেনে থাকা ক্যাটারিং সার্ভিসের কর্মচারীদের জানালে কোন প্রতিকার না পেয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা বরাবর অভিযোগ করেন।
ভুক্তভোগী মাসুম বলেন, সেহেরির জন্য খাবার কিনে দেখি এগুলো খাবার অযোগ্য পচাঁবাসি। এ বিষয়ে ট্রেনে থাকা নুর ক্যাটারিং সার্ভিসের লোকজনকে জানালে তারা বিষয়টি চেপে যাওয়ার অনুরোধ করেন। পরে আমি খাবারের ভিডিও সহ পূর্বাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা বরাবর অভিযোগ করি।
যোগাযোগ করা হলে উক্ত ট্রেনের নুর ক্যাটারিং সার্ভিসের ম্যানেজার মজনু মিয়া বলেন,পচাঁবাসি খাবারের বিষয়ে একজন যাত্রী অভিযোগ করেছেন। আমরা সবসময় গরম খাবার বিক্রি করি। এই যাত্রীর খাবার পঁচাবাসি কেমনে হলো বুঝতেছিনা।
এ বিষয়ে জানতে রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা মো. মাহবুবুর রহমানকে একাধিক বার কল করা হলে রিসিভ করেননি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article