Saturday, April 19, 2025

আর হবে না গুঁতোগুঁতি, ঠেলাঠেলি!

Must read

ভারতের সবথেকে বৃহত্তম স্টেশন হাওড়া (Howrah Station)। প্রতিনিয়ত যাত্রীদের ভিড়ে ঠাসাঠাসি থাকে এই স্টেশন। এবার এই বিশাল যাত্রীসংখ্যা এবং ট্রেন চলাচলের চাপ সামলাতে রেল দপ্তর বড় পদক্ষেপ নিয়েছে। এবার হাওড়ার চাপ ভাগ করে নেবে শালিমার স্টেশন। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। এজন্য শালিমার স্টেশনকে নতুনভাবে সাজানো হচ্ছে। ভবিষ্যতে শালিমার স্টেশন থেকে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন চলাচল করবে বলে জানা যাচ্ছে।

কেন প্রয়োজন শালিমার স্টেশনের উন্নয়ন?

হাওড়া স্টেশন ভারতের সবথেকে ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম। প্রতিদিন ১০ লাখেরও বেশি মানুষ যাতায়াত করেন এই স্টেশনের উপর দিয়ে। প্রায় ২৫০টি মেইল ও দূরপাল্লার ট্রেন এবং ৫০০টির বেশি লোকাল ট্রেন চলাচল করে এই স্টেশন দিয়ে। মালগাড়ির সংখ্যাও বলতে গেলে হাজারের বেশি। যাত্রীসংখ্যার হিসাবে প্ল্যাটফর্ম সংখ্যা কম হওয়ায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। গরমের সময় রীতিমতো কালঘাম ছোটে। আর এই কারণেই রেল কর্তৃপক্ষ শালিমার স্টেশন কে বিকল্প হিসেবে গড়ে তুলতে চাইছে।

কেমন হবে নতুন শালিমার স্টেশন?

শালিমার স্টেশন এতদিন মূলত পণ্যবাহী ট্রেনের জন্য ব্যবহার করা হতো। কিন্তু এবার হাওড়ার চাপ কমাতে যাত্রী পরিবহনের জন্য এক বিশ্বমানের স্টেশনে পরিণত হচ্ছে শালিমার। বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, শালিমার স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি নতুন ফুট ওভারব্রিজ, সাবওয়ে ও আন্ডারপাস তৈরি করা হচ্ছে। পাশাপাশি থাকবে উন্নত মানের পার্কিং জোন। এছাড়া টিকিট কাউন্টার, লিফ্ট, এসক্যালেটর, ট্রাভেলেটর ও র‌্যাম্প যুক্ত করা হবে এই স্টেশনে। এখানেই শেষ নয়। স্টেশনের সংযোগকারী রাস্তাকে আরো চওড়া ও মজবুত করা হবে। পাশাপাশি গঙ্গার ধারেও বিশাল পার্কিং জোন তৈরি করা হবে।

কোন কোন ট্রেন চলবে শালিমার স্টেশন থেকে?

সূত্র মারফত জানা যাচ্ছে, হাওড়া থেকে মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, ভুবনেশ্বরসহ বেশ কিছু রুটে দক্ষিণ পূর্ব রেলের গুরুত্বপূর্ণ কিছু এক্সপ্রেস ট্রেন শালিমার স্টেশন থেকে চলাচল করবে। ফলে হাওড়া স্টেশনের ভিড় কিছুটা কমবে। পাশাপাশি প্ল্যাটফর্মে যাত্রীদের মধ্যে ঠেলাঠেলিও কমবে। এতে যাত্রীদের সময় ও ভোগান্তি দুটোই বাঁচবে। রেলের এই উদ্যোগ যাত্রীদের জন্য সত্যিই স্বস্তির বাতাস বয়ে আনছে। এখন দেখার কত তাড়াতাড়ি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article